Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সাতদিনে নয়বার করোনা পরীক্ষা করতে হবে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:৫০ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে করোনা হানা দেয়ায় ব্রেন্টফোর্ড ও ম্যানইউর ম্যাচটি স্থগিত হয়ে গেছে। এর আগে টটেনহ্যামের ম্যাচ স্থগিত হয়েছে। ম্যানইউ, টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা এ তিনটি ক্লাবের সবচেয়ে বেশি খেলোয়াড়-অফিসিয়াল আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। এ নিয়ে বেশ চিন্তায় পরে গেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। কারণ এভাবে সংক্রমণ বাড়তে থাকলে আবার সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে লিগের দরজা।  বিষয়টি নিয়ে বেশ চিন্তুিত ক্লাব সংশ্লিষ্ট সবাই। 
 
এ বিষয়টি নিয়ে মিটিংয়ে বসে সবগুলো ক্লাব। আর বাড়তি সতর্কতা বজায় রাখতে প্রিমিয়ার লিগের প্রত্যেক খেলোয়াড়কে প্রতি সপ্তাহে অন্তত নয়বার করে করোনা পরীক্ষার করানোর সিদ্ধান্তে রাজী হয়েছে ২০টি ক্লাবের সবগুলো। প্রয়োজনে নয়বারের বেশিও করা হবে। তারা চায় ২০২০ সালের মতো যেন খেলা বন্ধ না হয়। 
 
তাছাড়া মুখে মাস্ক পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও নিয়ম-কানুন আবার কঠোরভাবে মানার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। 
 
বর্তমানে যুক্তরাজ্যে ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এটি দ্রূত ছড়ানোয় চিন্তার পরিমাণটা বেশি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ