Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্যালো ইঞ্জিনচালিত অবৈধযান নসিমন, করিমন, লাটাহাম্বার ও আলমসাধু চলাচল ও তৈরি বন্ধে ভ্রাম্যাণ আদালত পরিচালনা করে এ কাজের সাথে জড়িত ৬ জনের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। গত রোববার বিকালে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামানের নেতৃত্বে উপজেলার দর্শনা ও লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্যালো ইঞ্জিনচালিত অবৈধযান নির্মাণ ও মেরামতের অভিযোগে দর্শনা বাসস্ট্যান্ডের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জাহাঙ্গীর ৩ হাজার টাকা, হাবিবুর ৪ হাজার টাকা, আরেফিন ১ হাজার টাকা, লোকনাথপুরের বাবু ১ হাজার টাকা, আলমসাধু চালক দুখু ও জুবায়েরের কাছ থেকে ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম সবুজ, ব্রাঞ্চ সহকারী কামরুজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ