রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশার চালক নিহত ও আহত হয়েছে তিন যাত্রী। পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রোববার দুপুরে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর একটি ট্রাক্টর বালি বোঝাই করছিল। এ সময় নাসিরনগর থেকে জেলা সদরগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে ট্রাক্টরটি সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। এতে অটোরিকশা চালক কাশেম চৌধুরীসহ (২৮) চারজন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় অটো চালক কাশেম চৌধুরী মারা যায়। নিহত কাশেম চৌধুরী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের হিরা মিয়া চৌধুরীরর ছেলে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ট্রাক্টরের চালকের অসাবধানতার করণেই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা ট্রাক্টরের চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।