Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্লেড’ রিবুটে ডেলরয় লিন্ডো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

মাহারশালা আলি অভিনীত মারভেল স্টুডিওসের নতুন ‘ব্লেড’ সংস্করণে অভিনয় করবেন ডেলরয় লিন্ডো। ডেওয়াকার মানব-ভ্যাম্পায়ার ব্লেডের ভূমিকায় ওয়েসলি স্নাইপসের জায়গায় মাহারশালার নাম ঘোষণার পর লিন্ডোই হলেন এই ফিল্মের আরেক অভিনেতা। ‘ব্লেড’ নতুন সংস্করণ (রিবুট)পরিচালনা করবেন বাসাম তারিক, চিত্রনাট্য স্টেসি ওসাই-কুফারের। লিন্ডোর ভূমিকা এখনও অনিশ্চিত হলেও জামাল আফারির ভূমিকায় তার অভিনয়ের সম্ভাবনা আছে। মূল মারভেল কমিকে জামাল ব্লেড ওরফে এরিক ব্রুকসকে লালন পালন করে বড় করেছে। কমিক সিরিজে জামাল কৃষ্ণাঙ্গ কিন্তু ১৯৯৮ সালের প্রথম ‘ব।রেড’-এ এই চরিত্রটি হয়ে গেছে শ্বেতাঙ্গ অ্যাডাম হুইসলার আর অভিনয় করেছেন ক্রিস ক্রিস্টোফারসন। মারভেল মুক্তির তারিখ নির্ধারণ না করলেও ২০২৩-এর শরতে মুক্তি পেতে পারে। লিন্ডো বর্তমানে স্পাইক লির ‘ডা ফাইভ ব্লাডস’ ফিল্মে কাজ করছেন (নেটফ্লিক্স)। ‘দ্য হার্ডার দে ফল’ (নেটফ্লিক্স) ওয়েস্টার্নে তাকে ব্যাস রিভসের ভূমিকায় দেখা গেছে; বাস্তব চরিত্র রিভসের অনুপ্রেরণায় ‘লোন রেঞ্জার’ কমিক লেখা হয়েছে। তাকে অচিরে দেখা যাবে নিল গাইম্যানের ‘আনানসি বয়েজ’ ওয়েব সিরিজে। ‘জাবারি’স পিপল’ দিয়ে তার পরিচালনায় অভিষেক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেলরয় লিন্ডো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ