Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুনীল শেট্টির বিপরীতে ‘ধারাবি ব্যাঙ্ক’ দিয়ে শান্তিপ্রিয়ার ডিজিটালে অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

১৯৯১ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘সৌগন্ধ’ ফিল্মটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী শান্তিপ্রিয়ার। এবার তাকে একটি ওয়েব সিরিজে দেখা যাবে। ‘ধারাবি ব্যাঙ্ক’ নামের এই ওয়েব সিরিজে তিনি অভিনয় করবেন। বলিউড তারকা সুনীল শেট্টির বিপরীতে এটি হবে তার ডিজিটাল মাধ্যমে অভিষেক। এই ওয়েব সিরিজটি সম্পর্কে শান্তিপ্রিয়া বলেন, ‘এই মুহূর্তে আমি আমার ভূমিকা সম্পর্কে বেশি কিছু বলতে পারছি না। তবে বলেতে পারি আমার ভক্তরা আমাকে অন্য রূপে দেখতে পাবে। আমি ভিন্ন কিছু করতে চাইছিলাম, আর এটি আমাকে সেই সুযোগ করে দিয়েছে।’ জি স্টুডিওসের প্রযোজনায় ‘ধারাবি ব্যাঙ্ক’ এমএক্সপ্লেয়ারে স্ট্রিমিং হবে। সমিত কাক্কাড়ের পরিচালনায় আরও অভিনয় করবেন সোনালি কুলকার্নি, বিবেক ওয়েরয়, ফ্রেডি দারুওয়ালা এবং সন্তোষ জুবেকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ