Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনে পয়সায় পিএসএলে খেলতে চান নামিবিয়ার অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৭:২৭ পিএম
পাকিস্তান সুপার লিগের নতুন মৌসুমের আগে দল গোছাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের মাধ্যমে দলে বড় অঙ্কের টাকা তারা ভিড়িয়েছে নিজেদের পছন্দের খেলোয়াড়দের। তবে পিএসএলে একেবারে বিনে পয়সায় খেলতে চান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমুস। সেটি কামরান আকমলের জায়গায়! কারণ কামরান আকমল দল পেয়েও রাগ করে জানিয়েছেন তিনি পিএসএলে খেলবেন না। 
 
এবারের নিলামে পেশোয়াড় জালমি তাদেরই পুরনো খেলোয়াড় ও পাকিস্তান জাতীয় দলের সাবেক নাম্বার ওয়ান উইকেটকিপার ৩৯ বছর বয়সী কামরান আকমলকে কিনে নেয়। তবে তাকে তারা নিয়েছে সবচেয়ে নিচু সিলভার ক্যাটাগরিতে। এ কারণে কামরান আকমলের মনে হয়েছে তাকে অপমান করা হয়েছে। আর তাই সরাসরি বলে দিয়েছেন এবারের পিএসএলে খেলবেন না। বিষয়টি তিনি জানান ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোকে। আর এ খবরটি ক্রিকনফোর তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করে। সেখানেই অনেকটা মজার ছলে বা আগ্রহ থেকেই নামিবিয়ার অধিনায়ক লেখেন, ‘আমাকে নাও। আমি এখানে ফ্রিতে থাকব (খেলব)।’
 
কামরান পিএসএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ফলে সব সময় ডায়মন্ড ক্যাটাগরিতে খেলেছেন তিনি। এবার পিসিবি তাকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে গোল্ডেন ক্যাটাগরিতে নামিয়ে দেয়। এতেও কোন দল তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। ফলে তাকে নেমে যেতে হয় সিলভার ক্যাটাগরিতে। সেখান থেকে তাকে দলে ভেড়ায় জালমি। কিন্তু বিষয়টি নিজের কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়েছে কামরানের!


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ