রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড় জেলা সংবাদদাতা : বর্তমান সরকারের বিদ্যুৎ ঘাটতি পূরণে রেকর্ড তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার দরুন পঞ্চগড়ের দুটি আশ্রয়ন প্রকল্পের ৭৫টি পরিবার সেই বিদ্যুৎ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুখুরী ও হারিপুকুর আশ্রয়ণ প্রকল্প দুটি ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করে। ওই দুটি প্রকল্পে ৭৫টি পরিবার তাদের পরিজন নিয়ে বসবাস শুরু করে। এতে মোট জনসংখ্যা রযেছে, প্রায় এক হাজারের মতো। দীর্ঘদিন অপেক্ষা পর বিদ্যুৎ সুবিধা না পেয়ে অবশেষে জেলা প্রশাসক, পঞ্চগড় ও পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ সংযোগের জন্য একাধিকাবার লিখিতভাবে আবেদন করে। কিšুÍ এতে কোন কাজ হচ্ছে না। দিনের পর দিন পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগ দিবে মর্মে টালবাহানা করে আসছে। এই দুটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলেন, বর্তমান সরকারের বিদ্যুৎ ঘাটতি না থাকলেও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের উদাসীনতার কারণে তারা বিদ্যুৎ সংযোগের জন্য হয়রানি হচ্ছেন। এ ব্যাপারে হাফিজাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. রশিদুল হক বলেন, অনেক বার তারা জেলা প্রশাসক, পঞ্চগড়, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম এর বরাবরে লিখিত আবেদন করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। এতে অন্ধকারে থেকে তারা ছেলে-মেয়েদের নিয়ে দিনাতিপাত করছেন। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়েরা ঠিকভাবে লেখা-পড়া করতে পারছে না। বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষের সুদৃষ্টির প্রয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।