Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানের জন্ম দিল পৃথিবীর প্রথম ‘জীবন্ত রোবট’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৪:৪১ পিএম

যন্ত্রের কি প্রাণ আছে? এখন এই প্রশ্নে উত্তর হবে, ‘হ্যাঁ, আছে।’ ২০২০ সালের শুরুতে এমন এক বিরল ‘জীবনকে’ গবেষণাগারে তৈরি করেছিলেন আমেরিকার ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আফ্রিকার এক ধরনের ব্যাঙ (জেনোপাস লেভিস)-এর স্টেম কোষ ব্যবহার করে এটিকে তৈরি করা হয়েছিল। তাই তার থেকে তৈরি যন্ত্রটির নাম ‘জেনোবট’।

বিজ্ঞানীদের কথায়, পৃথিবীর প্রথম ‘জীবন্ত রোবট’। ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যায়, ‘সম্পূর্ণ নতুন একটি জীবন।’ ২০২০-র আবিষ্কারের প্রায় দু’বছরের বছরের মাথায় এ বার আরও একটি সুখবর দিলেন আমেরিকান বিজ্ঞানীরা। সম্প্রতি তারা জানালেন, জীবন্ত-রোবটগুলো সন্তানের জন্মও দিতে পারে!

এই রোবট নিয়ে বিস্ময়ের তালিকা দীর্ঘ। ১ মিলিমিটারের থেকেও ক্ষুদ্র যন্ত্রটি মানুষের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। সেখানে নির্বিঘ্নে হেঁটে-চলে-সাঁতরে বেড়াতে পারে। বিনা খাবারে সপ্তাহের পর সপ্তাহ বাঁচতে পারে। এবং মানবদেহের অন্দরে তার যাবতীয় কর্মকাণ্ডও চালিয়ে যেতে পারে। কোনও ভাবে আহত হলে, নিজেই নিজের ক্ষত সারাতে পারে!

সাম্প্রতিক গবেষণায় ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে আমেরিকার আরও দুই বিশ্ববিদ্যালয়, টাফ্টস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েস ইনস্টিটিউট। এই গবেষণাকে তারা বলছে, ‘বায়োলজিক্যালি ইনস্পায়ারড ইঞ্জিনিয়ারিং’। বিজ্ঞানীরা জানিয়েছেন, জেনোবটের প্রজনন ক্ষমতা একেবারে ভিন্ন। প্রাণী বা উদ্ভিদ জগতে যে ভাবে প্রজনন হয়, এর সঙ্গে তার কোনও মিল নেই।

এই গবেষণার অন্যতম মুখ্য ভূমিকায় থাকা বিজ্ঞানী, টাফ্টস বিশ্ববিদ্যালয়ের অ্যালেন ডিসকভারি সেন্টারের ডিরেক্টর, তথা জীববিশেষজ্ঞ মাইকেল লেভিন বলেন, ‘আমি অবাক হয়ে যাচ্ছি। ব্যাঙের একটি নিজস্ব প্রজনন ব্যবস্থা রয়েছে। কিন্তু তার কোষগুলোকে যখন ভ্রূণ থেকে আলাদা করা হয়েছে, একটি নতুন পরিবেশে নিজেদের মতো বাঁচার সুযোগ দেয়া হয়েছে, তারা শুধু নিজেদের মতো চলার রাস্তা খুঁজে নেয়নি, প্রজননের পথও বার করে নিয়েছে!’

স্টেম কোষ জীবদেহের এক ধরনের বিশেষ কোষ। এদের নতুন কোষ তৈরির ক্ষমতা থাকে। জ়েনোবট তৈরিতে ব্যাঙের ভ্রূণ থেকে স্টেম কোষগুলি সংগ্রহ করে সেগুলিকে ইনকিউবেট (কোনও উষ্ণ জায়গায় রেখে প্রাণ সঞ্চারিত হতে সাহায্য করা) করেছেন বিজ্ঞানীরা। তবে কোনও রকম জিন পরিবর্তন ঘটানো হয়নি। কিন্তু এটি কি জীবন্ত রোবট নাকি নতুন জীব? জবাব হল— দু’টোই।

বিষয়টি ব্যাখ্যা করেছেন ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও রোবোটিক্সের অধ্যাপক জশ বোনগার্ড। তিনি বলেন, ‘রোবট শুনলেই বেশির ভাগ লোক মনে করেন, ধাতু বা সেরামিকস দিয়ে তৈরি কিছু। কিন্তু রোবটের অর্থ সেটা নয়। রোবট হল এমন কিছু, যা মানুষের হয়ে নিজের মতো কাজ করে যেতে পারে।’ বোনগার্ডের কথায়, ‘এটা রোবটই। তবে হ্যাঁ, এটি একটি জীবও। ব্যাঙের কোষ থেকে কোনও রকম জিনগত পরিবর্তন না ঘটিয়ে এটিকে তৈরি করা হয়েছে। এটি চিরাচরিত ভাবে চেনা রোবট নয়, আবার কোনও নতুন প্রাণীর প্রজাতিও নয়। নতুন ধরনের আর্টিফ্যাক্টস। বলা যায়, জীবন্ত, নিয়ন্ত্রণযোগ্য জীব।’

এক মিলিমিটারেরও কম, ০.০৪ ইঞ্চি মাপের জেনোবটের একটি নির্দিষ্ট দৈহিক গঠন আছে। সুপার কম্পিউটারের সাহায্যে সেই গঠন তৈরি করেছিলেন বিজ্ঞানীরা। এমন একটি আকার এদের দেয়া হয়েছে, যা জীবজগতে আগে ছিল না। প্রশ্ন হল, মানুষের হয়ে কোন কাজটা করে দেবে ০.০৪ ইঞ্চির জেনোবোটরা? এদের কাজ কি? বিজ্ঞানীরা বলছেন, বিপুল কর্মকাণ্ড। সেনাবাহিনীতে ব্যবহার করা হবে এদের। কী ভাবে, তা অবশ্য ভাঙেননি কেউ। উল্লেখযোগ্য বিষয়, এই গবেষণায় অর্থায়ন করেছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকণালয়ও।

এ ছাড়া, চিকিৎসায় ব্যবহার করা হবে একে। মানুষের শরীরের ভিতরে এর সাহায্যে ওষুধ পাঠানো হবে। ধমনীতে রক্তপ্রবাহে বাধা তৈরি হলে, তা সারাতে সাহায্য করবে। এ ছাড়া, সেল বায়োলজির গবেষণাতেও সাহায্য করবে। তেজস্ক্রিয় বর্জ্য পরিষ্কার বা সমুদ্র থেকে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহের মতো কাজও নিমেষে করে ফেলবে ‘জীবন্ত রোবট’। সূত্র: দ্য কনভারসেশন



 

Show all comments
  • Md Nazmul islam ১৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩৭ এএম says : 0
    বাজে কথা এটা কোনেদিন সম্ভব না আর জেটা সম্বব না সেটা নিয়ে বাজে কথা বলে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না
    Total Reply(0) Reply
  • Debasish banerjee ১৫ ডিসেম্বর, ২০২১, ১১:৪২ এএম says : 0
    Artificial Robot is very important material for the benefit of different APPLICATION in Health, Digital Cputarized Machines of different types, Complicated set of Memory in different Industrial Applications, International POLITICS abolition against ROBOT introduction & I believe that People of this World have to accept the Noble discovery of ROBOT.
    Total Reply(0) Reply
  • Pradip Kumar panda ১৫ ডিসেম্বর, ২০২১, ১০:৫৫ পিএম says : 0
    Ta hale to darun khabar .
    Total Reply(0) Reply
  • Md. Monir Hossain ১৬ ডিসেম্বর, ২০২১, ১২:০১ পিএম says : 0
    আদোও কি সম্ভব
    Total Reply(0) Reply
  • Mahin ১৬ ডিসেম্বর, ২০২১, ২:৩২ পিএম says : 2
    মানবজাতি ধ্বংসের জন্য দিন গুনা বাকি আর নয় ত কি
    Total Reply(0) Reply
  • Dwijendra kumar Debath ১৬ ডিসেম্বর, ২০২১, ৪:১০ পিএম says : 0
    Scientist will create new human to fight against enemey by the stem cell of a solder. I think this the plan of scientists.
    Total Reply(0) Reply
  • Azad ১৭ ডিসেম্বর, ২০২১, ৬:৫৭ এএম says : 0
    ইলুমিনাতিদের কর্মকান্ড
    Total Reply(0) Reply
  • MD. ROBI KHAN BD ১৭ ডিসেম্বর, ২০২১, ৯:২৭ এএম says : 4
    যারা এসব ভুয়া খবর বিশ্বাস করবে তাদের ইমান চলে যাবে।মহান আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। মহান আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়।
    Total Reply(0) Reply
  • Mohammad Zakir Hossain ১৭ ডিসেম্বর, ২০২১, ৫:৪৩ পিএম says : 0
    অবিশ্বাস্য ঘটনা! আমাদের ভবিষ্যত কোন দিকেযে যাচ্ছে - ব্যাপারটা কল্পনা করতেও অনেক কষ্ট হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Muhasin ১৭ ডিসেম্বর, ২০২১, ৭:৩৮ পিএম says : 0
    Are we mad in look.It’s a unbelievable news ????
    Total Reply(0) Reply
  • Esha ১৭ ডিসেম্বর, ২০২১, ৮:২১ পিএম says : 0
    এইসব ভুয়া খবর পান কোত্থেকে?
    Total Reply(0) Reply
  • Md. Sarwar Hossen ১৭ ডিসেম্বর, ২০২১, ১১:৪৭ পিএম says : 0
    I Don't Believe it!
    Total Reply(0) Reply
  • Robiul Islam ১৮ ডিসেম্বর, ২০২১, ৮:২৩ পিএম says : 0
    হেডলাইন টা দিলেন কী? আর ভিতরে লিখলেন কী? এসব বাটপারি আর মানুষের ঈমান নিয়ে খেলা ছাড়া আর কিছু নেই?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ