Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্টিক সাগরে দুই জাহাজের সংঘর্ষ, একাধিক নাবিকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ২:৫০ পিএম

মঙ্গলবার একটি ব্রিটিশ স্কট জাহাজের সঙ্গে একটি ডেনমার্কের জাহাজের সংঘর্ষ হয়েছে। ডেনমার্ক এবং সুইডেনের মধ্যবর্তী অঞ্চলে এই সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেনমার্কের জাহাজটি আকারে ছোট ছিল। সংঘর্ষের পর সেটি ভেঙে যায় বলে অভিযোগ। ড্যানিশ ক্রুরা ডিঙিতে উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সেই ডিঙি এখনো ডেনমার্কে পৌঁছায়নি। উদ্ধারকারীরা জানিয়েছেন, একজন ক্রুয়ের লাশ উদ্ধার হয়েছে। বাকিরাও আর বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে না। কারণ, পানির তাপমাত্রা অনেকটাই কমে গেছে।

সোমবার পানির তাপমাত্রা ছিল চার থেকে ছয় ডিগ্রি। এই তাপমাত্রায় দীর্ঘসময় ডিঙিতে ভেসে থাকা সম্ভব নয় বলেই জানিয়েছেন উদ্ধারকারীরা। সাময়িক সময়ের জন্য সোমবার উদ্ধারকাজ বন্ধও করে দেয়া হয়। পুলিশের দাবি, মত্ত হয়ে জাহাজ চালাতে গিয়েই এই বিপত্তি ঘটেছে। যে কারণে স্কট জাহাজের দুই নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের জন্ম ১৯৯১ সালে এবং অন্যজনের ১৯৬৫ সালে। তারা মদ খেয়ে জাহাজ চালাচ্ছিলেন বলে অভিযোগ।

সাম্প্রতিক কালে মদ খেয়ে জাহাজ চালানোর প্রবণতা বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে এর আগেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো কড়া আন্তর্জাতিক আইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে। সূত্র: এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ