Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালিয়াতি করেছে উয়েফা, রিয়ালের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ পিএম
চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে গতকাল দেখা গেল নাটকীয়তা। রাউন্ড ষোলর ড্র করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এরপর নতুন করে হয় ড্র। নতুন ড্রয়ে বদলে যায় বেশিরভাগ ম্যাচের সূচি। 
 
প্রথমে যে ড্র হয় সেখানে রাউন্ড ষোলতে রিয়াল পেয়েছিল বেনেফিকাকে। তবে পরে বদলে যাওয়া ড্রয়ে তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে এসে পরেছে ফরাসি জায়ান্ট পিএসজি। তাই এ বিষয়টি এখন মানতে পারছে না রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে উয়েফার এ কান্ডকে  জালিয়াতি বলে উল্লেখ করেছে রিয়াল। এমনকি তারা বলেছে শুধুমাত্র বেনেফিকা-রিয়াল মাদ্রিদ ম্যাচ পরার পর ড্র-তে ইচ্ছে করে ভুল করে তা নতুন করে করা হয়েছে। যেটি মানার মতো না। 
 
ইউরোপিয়ান সুপার লিগ গঠন নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে উয়েফার বিশাল দ্বন্দ্ব রয়েছে। এখন রিয়াল মাদ্রিদের বিশ্বাস তাদের বেকায়দায় ফেলতে সব সময় চেস্টায় থাকে উয়েফা। এই ড্র-ও তারই অংশ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ