Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১১:৩৭ পিএম
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে বাবর আজমের দল। জবাবে ক্যারিবিয়ানরা ১৯ ওভার খেলে ১৩৭ রানে অলআউট হয়। এই জয়ে এখন ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। কালও করাচির একই মাঠে খেলবে দুই দল। ম্যাচটিতে জিতলে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সিরিজ নিশ্চিত হয়ে যাবে। 
 
করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানকে। ম্যাচটিতে কোন রান করার আগে আউট হন বাবর আজম। এরপর ফখর জামানকে নিয়ে পার্টনারশিপ গড়ার চেস্টা করেন মোহাম্মদ রিজওয়ান। যদিও তারা বেশিক্ষণ আর এগুতে পারেননি। দলীয় ৩৫ রানের সময় ১০ রানে ফেরেন ফখর। তবে এরপর হায়দার আলীকে নিয়ে বড় পার্টনারশিপ গড়েন রিজওয়ান। দুইজনই তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত রিজওয়ান ৭৮ ও হায়দার ৬৮ রান করেন। তাদের দুইজনের পর মোহাম্মদ নওয়াজ ১০ বল খেলে ৩০ রান করে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন। ম্যাচটিতে ওয়রস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন রোমারিও শেপার্ড। 
 
এই রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন সাই হোপ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন ওডিয়েন স্মিথের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। তিনটি উইকেট পেয়েছেন সাদাব খান।


 

Show all comments
  • MD.Uzzal Hossain ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:২৩ এএম says : 0
    Well Done,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ