Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খরস্রোতা আত্রাইয়ের বুকে সবুজের হাতছানি

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

এমএ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) থেকে : নওগাঁর মহাদেবপুরে এক সময়ের পানি থৈ থৈ করা আত্রাই নদীর তলদেশ এখন পরিণত হয়েছে সবুজ ফসলের ক্ষেতে। নদীর তলদেশে সবুজের সমারোহ দেখে এখন কেউ বিশ্বাসই করবে না যে, এখানে এক সময় ¯্রােতের তালে চলেছে পালতোলা অসংখ্য নৌকা। যে নদীর পানির তর্জন-গর্জনে মানুষ ভয়ে এক সময় আত্রাইয়ের ধারে-কাছেও ঘেঁষেনি। আজ পানির অভাবে ধুধু প্রান্তরে পরিণত হওয়া সেই নদীতেই কৃষকরা চাষ করছেন নানান ফসলের। সেখানে ধানের পাশাপাশি মৌসুমী অন্যান্য ফসলও চাষ হচ্ছে সারা বছরই। ধান, গম, মিষ্টি আলু, করলা, রসুন, পিঁয়াজ, সরিষা, বেগুন, মুলা, ডাল ও ভুট্টাসহ অন্যান্য ফসল চাষে কৃষক অস্থায়ীভাবে লাভবান হলেও যেন আত্মতৃপ্তি নেই চাষিদের মনে। পানির স্থানের সৌন্দর্য বৃদ্ধি পায় পানিতেই। নদীর এ সৌন্দর্য এখন ম্লান হয়ে গেছে পানি না থাকায়। নদীর প্রায় জায়গাই এখন ধুধু প্রান্তর। বিস্তীর্ণ মাঠের নানান ফসল এখন জায়গা করে নিয়েছে নদীর তলদেশকে। আত্রাইয়ের বুকই এখন সবুজ ফসলের বিস্তীর্ণ মাঠ। এক সময়ের অথৈ পানির উৎসস্থল এ নদীর যেদিকে চোখ যায় সেদিকেই চিকচিক বালুর মাঝে ফসলে ভরা সবুজ ক্ষেত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খরস্রোতা আত্রাইয়ের বুকে সবুজের হাতছানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ