উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড ষোলর ড্র নতুন করে আবার হয়েছে। এর আগে বাংলাদেশ সময় বিকাল পাঁচাটায় ড্র অনুষ্ঠিত হয়। তখন দেখা যায় মেসির পিএসজির সঙ্গে রাউন্ড ষোলতে পরেছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সে সূচি এখন বদলে গেছে। কারিগরি ত্রুটির কারণে ভুল ড্র হয়েছিল। ফলে তা পরিবর্তন করার ঘোষণা দেয় উয়েফা। এখন পিএসজি রাউন্ড ষোলতে খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
মুল ঝামেলাটা হয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ পরায়। গ্রুপ পর্বে তারা একই গ্রুপে ছিল। তাই রাউন্ড ষোলতে আবার মুখোমুখি হতে পারবে না। আর এমন ঝামেলার কারণে এখন সূচি বদলে ফেলতে হয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে।
আগামী ১৫-১৬ ফেব্রুয়ারী ও ২২-২৩ ফেব্রুয়ারী হবে প্রথম লেগের খেলা। এরপর ৮-৯ মার্চ ও ১৫-১৬ মার্চ হবে দ্বিতীয় লেগের ম্যাচ। এবার আর কোন অ্যাওয়ে গোলের হিসাব থাকবে না। দুই লেগ শেষে গোলের সংখ্যা সমান সমান হলে পেনাল্টি শ্যুট আউটে নির্ধারিত হবে কোন দল পরের রাউন্ডে যাবে।
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো:
রেড বুল সারসবার্গ–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ম্যানচেস্টার সিটি
বেনেফিকা–আয়াক্স
চেলসি–লিঁল
আতলেতিকো মাদ্রিদ–ম্যানচেস্টার ইউনাইটেড
ভিয়ারিয়াল–জুভেন্টাস
ইন্টার মিলান–লিভারপুল
পিএসজি–রিয়াল মাদ্রিদ