Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের নিচে বৃদ্ধার আত্মহত্যা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছেন ষাটোর্ধ্ব এক নারী। তার নাম খাদিজা বেগম। গতকাল সোমবার বেলা ১টার দিকে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত এরশাদ শেখের স্ত্রী। ডুমুরিয়া থানার এস আই বিকাশ কুমার জানান, দুপুর ১টার দিকে খুলনা থেকে একটি ট্রাক সার নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় ওই বৃদ্ধা চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, গত দু’বছর আগে তার স্বামী মৃত্যু হয়। তিনি ছেলের সংসারে ছিলেন। সংসার আয় কমে যাওয়ায় এ নিয়ে শ্বাশুড়ি ও ছেলের বউয়ের মধ্যে প্রায়ই কলহ বিবাদ লেগে থাকত। গতকাল সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি হলে তিনি চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধার আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ