Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম খরচে বেশি ফসল উৎপাদন গুটি ইউরিয়ায় আগ্রহ বাড়ছে নাটোরের কৃষকের

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : ‘কম খরচে বেশি ধান, গুটি ইউরিয়ার অবদান’ স্লোগানকে ধারণ করে নাটোরের সিংড়ায় দিন দিন বাড়ছে গুটি ইউরিয়ার সারের ব্যবহার। কৃষকদের আগ্রহ বাড়ায় গুটি ইউরিয়া প্রযুক্তি ও প্রয়োগ সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। গত বছর উপজেলায় ৩৭ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল, যার মধ্যে ১২শ’ ৬০ হেক্টর জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়। চলতি মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৬ হাজার ৫৪৪ হেক্টরে এবং চাষ হয়েছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে। এর মধ্যে ১৫শ’ হেক্টর জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়েছে। ছাতারদিঘী ইউনিয়নের তাইয়ুর রহমান জানান, এবার ১০বিঘা জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন। ফসলে গুটি ইউরিয়া সার কম লাগে এবং ফলন বেশী পাওয়া যায়। চৌগ্রাম ইউনিয়নের রাকিবুল হাসান জানান, এবার তিনি ২০বিঘা জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন। চাহিদা অনুযায়ী তিনি গুটি ইউরিয়ার ব্যবহার আরও বাড়াবেন। জমিতে গুটি ইউরিয়া ব্যবহারকারী উপজেলার লালোর ইউনিয়নের উত্তর ঢাকঢোর গ্রামের আলম (১২ বিঘা), রাখসা গ্রামের মজিদ (৬বিঘা) ও ছোট বারই হাটি গ্রামের তছের উদ্দিন (৮ বিঘা) বলেন, গুটি ইউরিয়া ব্যবহারে সুফল পেয়েছেন। তবে গুটি ছোট বড় হওয়ার মাঝে মধ্যেই গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র নিয়ে বিপাকে পড়তে হয়। জমিতে লাইন করে পুঁতে দিতে হয় বলে সময় অনেকটা বেশি লাগে। আর এজন্য আলাদা ভাবে মজুরি দিতে হয়। এক বিঘা জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করতে একজন মজুরের একদিন লেগে যায়। উপজেলার চামারী ইউনিয়নের কামাল হোসেন (৭ বিঘা), আব্বাস আলী (৫ বিঘা) ও আলমগীর (৩ বিঘা) জানান, জমিতে গুটি ইউরিয়া ব্যবহারে ভালো ফলন হওয়ায় বিগত বারের মতো এবারও তারা গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন। প্রতি বস্তা সার (৫০ কেজি) ৮২০ টাকা দরে কিনতে হয়। আগে প্রতি বিঘা জমিতে ৫০-৫৫ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হতো। এখন বিঘাপ্রতি ২৫-২৭ কেজি গুটি ইউরিয়া ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানিয়েছেন, গুটি ইউরিয়া ব্যবহারে এ অঞ্চলের কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। চলনবিল ও কৃষি প্রধান অঞ্চল হওয়ায় গুটি ইউরিয়া সার ব্যবহার সম্পর্কে কৃষক ও মজুরদের পরামর্শ দিতে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৭ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করছেন। আগামীতে গুটি ইউরিয়া সার ব্যবহার আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম খরচে বেশি ফসল উৎপাদন গুটি ইউরিয়ায় আগ্রহ বাড়ছে নাটোরের কৃষকের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ