Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কান কেটে দেয়ার অভিযোগ

কমলনগর (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

লক্ষীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের কান কেটে দিয়েছেন তার ভায়রাভাই মো. শাহজাহান। পিটিয়ে আহত করা হয়েছে তার দুই ছেলে দাউদ সিদ্দিকি ও মাসুদ সিদ্দিকিকে। তাদেরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাস্টার আবু বকর ছিদ্দিক তোরাবগঞ্জ বাজারে তাদের ওয়ারিশী সম্পত্তিতে ঘর নির্মাণ করছিলেন। এ সময় তার আপন ভায়রাভাই শাহজাহান ও তার ছেলে মো. রাকিব হোসেন বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ওই সময় শাহজাহান দা দিয়ে আবু বকর ছিদ্দিককে কোপ দিলে তার বাম কান ছিড়ে যায়। বাবাকে উদ্ধার করতে ছেলে দাউদ ও মাসুদ এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ডা. দাউদ ছিদ্দিকি বলেন, স্থানীয় তোরাবগঞ্জ বাজারে আমাদের নানার ওয়ারিশী সম্পত্তিতে আমারা দোকানঘর নির্মাণ করেতে করতে গেলে আমার খালু শাহজাহান ও খালতো ভাই রাকিবসহ কয়েকজন মিলে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। এতে দা দিয়ে কোপ দিলে আমার বাবার কান ছিড়ে যায়। ওই সময় তারা আমার ভাই মাসুদ ও আমাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। শাহজাহানের ছেলে রাকিব হোসেন বলেন, আমাদের ওয়ারিশী জমিতে দীর্ঘ দিন থেকে দোকানঘর নির্মাণ করার চেষ্টা করে আবু বকর ছিদ্দিক।
এতে তারা আদালতের শরণাপন্ন হলে আদালত স্থিতিয়াবস্থায় বজায় রাখতে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তারা গতকাল ১৪৪ ধারা ভঙ্গ করে দোকানঘর নির্মাণ করার চেষ্টা করলে আমরা বাঁধা দেই। এতে দাউদ তার ভাই মাসুদ মোটরসাইকেলের চাবি দিয়ে আমার বাবার চোখ নষ্ট করে দেয়। উন্নত চিকিৎসার জন্য আমি আমার বাবাকে নিয়ে ঢাকা যাচ্ছি। কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কান কেটে দেয়ার অভিযোগ

১৪ ডিসেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ