বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জিনের বাদশা পরিচয়ে ২২ লাখ টাকা প্রতারণার অভিযোগে গতকাল রোববার চারজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন-আশরাফুল ইসলাম (৩৫), তাহাজ উদ্দিন (৩৫), আবু জাহিদ সিদ্দিকী (৩৩) ও মাহফুজ (১৮)। তারা জিনের বাদশা পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। সিআইডির এডিশনাল এসপি মিনহাজুল ইসলাম জানান, যাত্রাবাড়ীর এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে তার ব্যবসার উন্নতির কথা বলে ২২ লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ঐ ব্যবসায়ী সিআইডির কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদেরকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি কালো রঙের প্রাইভেট কার জব্দ হয়েছে। তবে ২২ লাখ টাকা ও স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।