Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কৃষক লীগের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৭:১৬ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ মিথ্যা মন্তব্য ও সাম্রাজ্যবাদী শক্তির বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক লীগ। আজ সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কৃষক লীগের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ফলে পাকিস্তান ও তাদের এদেশী প্রেতাত্মা স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামাত জোট এই উন্নয়নকে মেনে নিতে পারছে না। বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য দেশে অরাজকতা ও শান্তি বিনষ্ট করার লক্ষ্যে পাকিস্তানের এজেন্ট হিসেবে বিএনপি নেতা আলাল, শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ মিথ্যা মন্তব্য করেছেন।

এসময় বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, মোঃ মহাবুব-উল আলম শান্তি, হোসনে আরা এমপি, মোঃ আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ