মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টাইগ্রে বিদ্রোহীরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় লালিবালা শহর রোববার ফের দখল করে নিয়েছে। ইথিওপীয় বাহিনী শহরটির পুনঃনিয়ন্ত্রণ গ্রহণ করেছে এমন কথা জানানোর ১১ দিন পর বিদ্রোহীরা এটি ফের দখল করলো। স্থানীয় বাসিন্দারা একথা জানান।
রোববার বিকেলে টেলিফোনে এক বাসিন্দা জানান, টাইগ্রে যোদ্ধারা শহরটির কেন্দ্রে অবস্থান নিলেও সেখানে কোনো যুদ্ধ হয়নি। আরেক সূত্র জানায়, তারা ফিরে এসেছে। তারা লালিবালা শহরের কেন্দ্রে অবস্থান করছে।
টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) পন্থী মিডিয়ার সাথে শেয়ার করা এক বিবৃতিতে টিপিএলএফ বিদ্রোহী গ্রুপের সামরিক নেতৃত্ব জানায়, তারা গশানা ও লালিবালা সংযোগ রাস্তাসহ আরো অনেক স্থানে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে।
সংঘাতপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে এবং এসব এলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এ ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে জানতে চাইলে সরকার তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।