Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখছে এসএমই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম

গ্রামীন অর্থনীতির বিকাশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) নারীর অংশগ্রহন বাড়াতে আরো স্থানীয় পর্যায়ে জ্ঞান বিনিময়ের জোর দিয়েছেন বিশেষজ্ঞগন। আজ (সোমবার) রাজধানীর গুলশান ২ বেঙ্গল ব্লুবেরি হোটেলে এক আলোচনা সভায় আর্থিক সেবায় নারীদের কম অংশগ্রহনকে একটি ঝুঁকি হিসেবে উল্লেখ করেন বক্তারা।

গ্রামীন নারীদের ক্ষমতায়নে সুইডেন দুতাবাসের অর্থায়নে উইমেনস ইকোনমিক এম্পাওয়ারমেন্ট থ্রু স্ট্রেন্থেনিং মার্কেট সিস্টেম ‘উইএসএমএস’ প্রকল্প বাস্তবায়ন করে আইডিএ এবং এশিয়া ফাউন্ডেশন।

প্রকল্প সমাপনী আলোচনায় বক্তব্য রাখেন ‘উইএসএমএস’ প্রকল্পের টিম লিডার নাভিদ আকবর ও পলিসি এডভোকেসি ব্যবস্থাপক মেহেনাজ চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখা সত্বেও এসএমই ব্যবসায় নারী উদ্যোক্তার মুলধারায় আসতে পারছে না আর্থ-সামাজিক প্রতিবন্ধকতার কারনে। প্রকল্পের মাধ্যমে গ্রাম ও উপ-শহরের হাজারো নারীদের অর্থনৈতিক মুক্তির পথ তৈরির পথ তৈরী হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এছাড়াও WEESMS একটি বিস্তৃত গবেষণা করেছে: গবেষণা কি কোভিড-প্ররোচিত পাবলিক পলিসি রেসপন্সে মনোযোগ দিয়েছে? এমসিএসএমই এবং মহিলা-নেতৃত্বাধীন এন্টারপ্রাইজের উপর গবেষণা-নীতি আন্তঃসংযোগের উপর কি বিশ্লেষণ করা হয়েছে কিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ