Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

জেসিআই ঢাকা কসমোপলিটনের নতুন এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:২২ পিএম

জেসিআই ঢাকা কসমোপলিটন এর নতুন এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত হয়েছে ২০২২ সালের জন্য। গতকাল রাজধানীর সিক্স সিজন হোটেলে জেসিআই ঢাকা কসমোপলিটন এর জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা কসমোপলিটন এর বিদায়ী প্রেসিডেন্ট সাইফ উদ্দৌলা। ২০২২ সালের জন্য জেসিআই ঢাকা কসমোপলিটন এর প্রেসিডেন্ট নির্বাচিত হয় রেজওয়ানুল হক। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় সামিয়া আক্তার। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে চৌধুরী গোলাম নূর এ সানি এবং সৈয়দা আমিনা আলী, জাওয়াদ ইউসুফ, সারজানা মাহাতাব। জেসিআই বাংলাদেশ তরুণ প্রজন্মের একটি আন্তর্জাতিক সংগঠন যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে তরুণ প্রজন্মের লিডারশিপ ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে জোরালো ভূমিকা রাখছে। বিদায়ী প্রেসিডেন্ট সাইফ উদ্দৌলা বলেন নতুন কমিটি আরো দক্ষ ও যুগ উপযোগী ভাবে নতুন প্রজন্মের জন্য বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করবে।জেএসসি ঢাকা কসমোপলিটন ২০২১ সালে বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য তাদের মেম্বারদের পুরস্কৃত করে। বেস্ট এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এর পুরস্কার পান চৌধুরী গোলাম নুর-এ-সানি, সাইফ আলম, সৈয়দা আমিনা আলী। প্রজেক্টে অসাধারণ অবদান রাখার জন্য পুরস্কার পান চৌধুরী গোলাম নুর-এ-সানি , সোহানা ইসলাম, সানজিদা হক। মেম্বারশিপ হতে অনন্য অবদান রাখার জন্য পুরস্কার পান চৌধুরী গোলাম নুর-এ-সানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ