Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ বছরেও শেষ হয়নি গুমানী নদীর ওপর সেতু নির্মাণ কাজ

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে : পাবনার ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে নৌবাড়িয়া গুমানী নদীর ওপর সেতু নির্মাণের কাজ ১০ বছরেও শেষ না হওয়ায় জনগণ চরম ভোগান্তিতে পারাপার হচ্ছে। নদীটির ওপর সেতু নির্মাণের কাজ চলছে ১০ বছরে ধরে। এখানে ১৬০ মিটার দৈর্ঘ্য ও ৬ দশমিক ৮ মিটার প্রস্থের ব্রিজ নির্মাণ শুরু হয় ২০০৫ সালে। এর মধ্যে বদল হয়েছে তিনজন ঠিকাদার। ফলে এই ব্রিজ নির্মাণে সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এ পর্যন্ত দুই পাড়ে দুটি পূর্ণ অ্যাবাটমেন্ট ওয়াল (সেতুর পিল পা) এবং চারটি পাইলিং শেষ করে ঢালাই হয়েছে। ব্রিজটি নির্মাণে সর্বশেষ বরাদ্দ হয়েছে ৬ কোটি ৮২ লাখ ২৫ হাজার টাকা। ২০০২ সালে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে এলজিইডি এই প্রকল্পের নির্মাণকাজ শুরু করে। ১৯ কিলোমিটার সড়কে বিশারনানা, পাটুন, পুকুরপাড়, দোহারগ্রাম ও ময়দানদিঘী খালের ওপর পাঁচটি ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। কিন্তু ব্রিজটির নির্মাণ শেষ না হওয়ায় এলাকার জনগণ চরম দুর্ভোগে পারাপার হচ্ছে। ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দশ বছরেও শেষ হয়নি গুমানী নদীর ওপর সেতু নির্মাণ কাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ