Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোকে হারিয়ে রিয়ালের টানা দশ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:২৯ এএম
স্প্যানিশ লা লিগায় আজ মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লানকোসদের হয়ে আজকের ম্যাচটিতে গোল করেছেন করিমা বেনজেমা ও মার্কো আসেনসিও। এই জয়ে লিগে ১৭ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরো বেশি পাকাপোক্ত করল রিয়াল। আজকের ম্যাচটি ছিল তাদের টানা দশম জয়। ইউরোপিয়ান ফুটবল ও লা লিগায় খেলা শেষ দশটি ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়ে সাদাজার্সিধারীরা। 
 
ম্যাচটিতে ১৬ মিনিটের সময় ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে গোল করেন বেনজেমা। যা এই মৌসুমে লা লিগায় তার ১৩তম গোল। এরপর ৫৭ মিনিটের সময় দলের দ্বিতীয় গোলটি করেন মার্কো আসেনসিও। এতেও অবদান রাখেন ভিনসিয়াস। 
 
এদিকে আজকের ম্যাচটিতে হারার মাধ্যমে টানা ১১টি রিয়াল ডার্বিতে জয়ের স্বাদ পেল না অ্যাতলেটিকো। ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত নিজেদের চির প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে বার বার হতাশই হলো তারা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ