Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ৭ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী, ফরিদপুর ও হবিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। শেরেবাংলা নগর থানার এসআই মবিন আহমেদ জানান, গতকাল ভোরে শ্যামলীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়েছিলেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তার মৃত্যু হয়।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আলাদা দু’টি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) ও তার ছেলে মো. ইব্রাহিম (৩৫) এবং রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়া এলাকার আবদুল বাবুর ছেলে মো. পারভেজ (২৪)। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আর ইব্রাহিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ২টা ৪৫ মিনিটে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী জানান, গত শনিবার সন্ধ্যার পর পারভেজ তার মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগ্নি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

হবিগঞ্জ জেলা সংবাদদাতা জানান, হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় আকিব মিয়া (১১) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ইছাকপুরে এ ঘটনা ঘটে। নিহত আকিব উপজেলার ইছাকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও উপজেলার ছলতাতলা দারুল উলোম মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের স্ত্রী বিথি বেগম (৩৫)। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নাওড়াকান্দী এলাকায় এঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেনের বাড়ী ওই ইউনিয়নের পুটিয়া গ্রামে। সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, নিহত আলমগীর হোসেন সকালে তার স্ত্রী আটঘর হাইস্কুলের শিক্ষিকা বিথি বেগমকে মোটরসাইকেল যোগে স্কুলে পৌঁছে দেয়ার উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়। মোটরসাইকেলটি নাওড়াকান্দী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দু’টি দ্রæতগামী মোটরসাইকেল এসে তাদের গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃত্যু হয়।

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছে। এই সময় মারাত্মকভাবে আহত হয়েছে হেলপার (চালকের সহকারী)। গতকাল ভোরে দুর্ঘটনাস্থল থেকে চালক হেলালকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেলপার মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ