Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা ঢাকায় আসতে দেয়নি মালয়েশিয়াকে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৮:৫৪ পিএম

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে খেলার সব প্রস্তুতি নেয়াই ছিল। কিন্তু হঠাৎ করে প্রাণঘাতি করোনাভাইরাস থাবা বসালো মালয়েশিয়া হকি দলের উপর। ফলে ঢাকায় আর আসা হলো না দলটির। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) দায়িত্বশীল সুত্র জানায়, নিজেদের একজন খেলোয়াড় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় এশিয়ার সেরা টুর্নামেন্টগুলোর একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো জাতীয় দলকেই না পাঠনোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ফলে আগামীকাল থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া হকি দল। তারা শনিবার রাতে বাহফে’কে বিষয়টি জানিয়েছে। মালয়েশিয়া শেষ মূহূর্তে সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের উদ্বোধনের দিনক্ষণ ঠিকই আছে তবে বদলে গেছে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ। নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচ পিছিয়েছে একদিন। অর্থাৎ আগামী ১৫ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। তথ্যটি রোববার নিশ্চিত করেছেন বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মেদ ইউসুফ। তিনি বলেন, ‘মালয়েশিয়ার নিয়ম হচ্ছে- একজনের করোনা পজিটিভ হলে পুরো দলকেই কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের কারণে মালয়েশিয়ান হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। ইউসুফ আরো বলেন,‘শনিবার থেকেই মালয়েশিয়া আমাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। কোয়ারেন্টিন শেষ করে তারা ঢাকায় আসলে আমরা যথাসময়ে টুর্নামেন্ট শেষ করতে পারবো না। তারা কোয়ারেন্টিনের নিয়ম শিথিল করতে মালয়েশিয়ার রাজার কাছে আবেদন করেছিল। রাজা সেই আবেদন নাকচ করেছেন। আমরা বিষয়টি এশিয়া হকি ফেডারেশনকে (এএইচএফ) জানিয়েছি। তারা মালয়েশিয়াকে বাদ দিয়ে নতুন সূচি তৈরি করে টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন। তাই আমরা তাদেরকে বাদ দিয়ে ইতোমধ্যে নতুন সূচি তৈরি করেছি।’

নতুন সূচিতে ১৫ ডিসেম্বর ভারত পর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এরপর ১৮ ডিসেম্বর জাপান এবং পরের দিন পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ