Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে মিশন এক্সট্রিম প্রদর্শিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা মিশন এক্সট্রিম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। সিনেমাটি প্রায় ১৬০০ শিক্ষার্থী উপভোগ করে। উগ্রবাদ বা সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামূলক এই চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের র‌্যাগ অনুষ্ঠান উপলক্ষে কপ ক্রিয়েশন ও র‌্যাগ কমিটি যৌথভাবে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। সিনেমাটির অন্যতম পরিচালক প্রযোজক ও লেখক সানী সানোয়ার উপস্থিত ছিলেন। তিনিও এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। তিনি বলেন, জাবি হচ্ছে আমার নিজের ঘর। এখানে কতশত স্মৃতি জড়িয়ে আছে। আমার প্রথম পরিচালিত সিনেমা মিশন এক্সট্রিম নিজের বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোট-ভাই বোনরা যেভাবে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি মুগ্ধ। উল্লেখ্য, সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। গত ৩ ডিসেম্বর সিনেমার প্রথম পর্ব মুক্তি পায়। পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশন এক্সট্রিম প্রদর্শিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ