Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো আমিরাত সফরে যাবেন ইসরাইলি প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৬:৩০ পিএম

আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (ডানে) - ছবি : সংগৃহীত
ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি এ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করবেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ শীর্ষ পর্যায়ের সরকারি সফরের জন্য যাত্রা করবেন। এরপর সোমবার সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করবেন।
তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো বিবৃতি বা তথ্য প্রকাশ করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম অ্যাকোর্ড চুক্তির মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত তাদের আনুষ্ঠানিক সম্পর্ক শুরু করে। এরপরই দু’দেশ ভ্রমণ, ব্যবসা ও প্রযুক্তিগত বিষয়ে সম্পর্ক স্থাপন করে ও চুক্তি করে।
ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ও বিবাদের মধ্যে নাফতালি বেনেট এ সরকারি সফরে এসেছেন। এ সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আলোচনা করবেন। সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ