মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারির সবশেষ ঢেউ মোকাবিলা করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ৷ ইউরোপীয় ইউনিয়ন জুড়ে নাগরিকরা বিক্ষোভ করেছেন৷ কোনো কোনো স্থানে বিক্ষোভে ভাঙচুর, আগুন ধরিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে৷
ইউরোপীয় ইউনিয়ন জুড়ে করোনায় আক্রান্তের হার বেড়ে চলেছে৷ সংক্রমণ ঠেকাতে অনেক সদস্য রাষ্ট্রই বিধিনিষেধও কঠোর করেছে৷ এর মধ্যে রয়েছে কোনো কোনো পেশার জন্য টিকা বাধ্যতামূলক করা, লকডাউন এবং স্কুল শিক্ষার্থীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা৷ কিন্তু অনেকেই এসব বিধিনিষেধে খুশি নন, এবং ক্ষোভ প্রকাশ করতে রাস্তায়ও নেমেছেন তারা৷ কিন্তু এই বিধিনিষেধ মানতে না চাওয়া এবং বিক্ষোভের কারণ কী?
জার্মানি এবং এর প্রতিবেশী দেশগুলোতেই মূলত বিক্ষোভগুলো হচ্ছে৷ অস্ট্রিয়ান পুলিশের তথ্য অনুযায়ী, ভিয়েনায় প্রায় ৪০ হাজার মানুষ সম্প্রতি লকডাউন এবং বাধ্যতামূলক টিকা দেওয়ার বিরুদ্ধে মিছিল করেছেন৷ কিছু বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়৷ গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানী এবং ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর ব্রাসেলসে প্রায় আট হাজার মানুষ রাস্তায় নেমে আসেন৷ সেখানেও পুলিশের সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীর সংঘর্ষ হয়৷ লুক্সেমবুর্গে বিক্ষোভকারীরা একটি ক্রিসমাস মার্কেটে হামলা চালায়৷ মার্কেটটিতে টিকা না নেয়াদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল৷
নেদারল্যান্ডসেও একই ধরনের বিক্ষোভ বেড়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে হেগে শত শত লোক মোটরসাইকেলে আগুন দেয় এবং পুলিশ সদস্যদের ওপর পাথর ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে। জার্মানিতেও বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষোভ হয়েছে। জার্মান রাজ্য স্যাক্সনিতে বড় জমায়েত নিষিদ্ধ করার পর কট্টরডানপন্থি কিছু সংগঠন ‘হাঁটার' কর্মসূচি ঘোষণা করে৷ শুক্রবার বিক্ষোভকারীরা স্যাক্সনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির বাইরে মশাল নিয়ে জড়ো হয়।
নানা ধরনের মানুষ এসব বিক্ষোভে অংশ নিচ্ছেন- রাজনৈতিকভাবে অসন্তুষ্ট গোষ্ঠী, রাষ্ট্রবিরোধী ও টিকাবিরোধী গোষ্ঠী৷ জার্মান পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ এর একটি সাক্ষাৎকারে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লয়ফেনের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মার্ক হুগে বেলজিয়ামের বিক্ষোভকে ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট' আন্দোলনের সঙ্গে তুলনা করেন৷ তিনি বলেন, এই বিক্ষোভে ‘খুব ভিন্ন সামাজিক গোষ্ঠীর সংমিশ্রণ দেখা গেছে, যাদের প্রত্যেকের নিজস্ব উদ্দেশ্য রয়েছে৷’
জার্মানির অবস্থাও একই রকম। জার্মানির জিগেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইয়োহানেস কিস ডয়চে ভেলেকে বলেন, ‘‘হতাশা তাদের ঐক্যের কারণ৷ এই হতাশা কেবল কোভিড নীতি নিয়ে নয়, গণতন্ত্র এবং রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়েও৷'' তিনি বলেন, ‘‘সব জায়গাতেই আমরা ডানপন্থি রাজনীতিবিদদের এসব বিক্ষোভ সংগঠিত করতে ও নেতৃত্ব দিতে দেখছি৷'' উগ্র ডানপন্থিরা এই বিক্ষোভ কব্জায় নিয়েছে, এমন যুক্তি তিনি মানতে নারাজ৷ তিনি বলেন, ‘‘তারা শুরু থেকেই সেখানে ছিলেন এবং বিক্ষোভকারীরাও তাতে আপত্তি জানাননি৷''
ভিয়েনায় বিক্ষোভকারীদের মধ্যে কট্টর ডানপন্থি আইডেন্টিটারিয়ান মুভমেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন৷ নিজেদের ওয়েবসাইটে অস্ট্রিয়ার আরেক উগ্র ডানপন্থি দল ফ্রিডম পার্টিও এসব সমাবেশের প্রচারণা চালিয়েছে। বিক্ষোভে অতি-রক্ষণশীল ক্যাথলিক সম্প্রদায়ের সদস্যদেরও সমর্থন রয়েছে। কিস বলেন, ‘‘এটি সবসময়ই প্রেক্ষাপট এবং একটি দেশের রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভর করে৷'' উদাহরণস্বরূপ, নেদারল্যান্ডসে, ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের পাশাপাশি হুলিগানরাও বিক্ষোভে অংশ নিয়েছে৷ ‘‘অন্যান্য দেশে কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে না৷’’
এমনকি দেশগুলোর মধ্যেও ভিন্ন ভিন্ন অঞ্চলে বিশাল পার্থক্য রয়েছে৷ বাসেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে দক্ষিণ-পশ্চিম জার্মানিতে বিক্ষোভের মূলে রয়েছে বামপন্থি আন্দোলন, অন্যদিকে পূর্ব জার্মানিতে বিক্ষোভকারীরা অনেকেই কট্টর ডানপন্থি অলটারনেটিভ ফর ডয়েচলান্ড- এএফডির সদস্য৷
কিস বলেন, ‘‘আসলে এর পেছনে করোনার চেয়েও বড় কারণ রয়েছে৷’’ তিনি মনে করেন ফ্রান্সে এইসব বিক্ষোভকে করোনা বিধির সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু বাস্তবে এসব বিক্ষোভ মূলত ‘মাক্রোঁ এবং তার রাজনৈতিক ধরনের বিরুদ্ধে৷' নেদারল্যন্ডসেও বিক্ষোভগুলো সরকারের সমাজ বিষয়ক নীতির সমালোচনার সঙ্গে যুক্ত ছিল৷ কিস বলেন, ‘‘এর পেছনে যেসব ক্ষোভ কাজ করছে, তাকে আপনি স্বীকার করতে পারেন না৷’’ সাক্সনিতেও বিক্ষোভের মূলে ছিল রাজনীতি এবং গণতন্ত্রের বিষয়ে অতৃপ্তি৷ কিসের মতে, ‘‘সেখানে রাজনীতিবিদদের ওপর আস্থা শূন্যের কোঠায়৷’’
ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে সমাজবিজ্ঞানী আক্সেল সালহাইসার বলেন, ‘‘চরম ডানপন্থিরা রাষ্ট্রবিরোধী চেতনা ছড়িয়ে দেয়ার জন্য এই সুযোগটি কাজে লাগিয়েছে।’’ সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।