Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিবীয়দের বিপক্ষে বিশ্বকাপের অনুপ্রেরণা ধরে রাখতে চান বাবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৩:৪৬ পিএম

নিজ ঘরের মাঠে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। করাচির জাতীয় স্টেডিয়ামে হবে সিরিজের সবগুলো ম্যাচ। এ ম্যাচটিকে সামনে রেখে আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি তার বক্তব্যে বলেছেন বিশ্বকাপ থেকে দলের মধ্যে যে মোমেন্টামে (অনুপ্রেরণা) নিয়ে এগিয়ে চলছে তার দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এটি ধরে রাখতে চান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তান একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচে জয় পায়। কিন্তু সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মূহুর্তে গিয়ে হেরে যায়। এরপর আসে বাংলাদেশে। টাইগারদের তারা হোয়াইটওয়াশ করে এরপর নিজ দেশে ফেরে। এ ব্যপারে বাবর আজম বলেন, ‘আমরা বিশ্বকাপ থেকে যে মোমেন্টাম নিয়ে এগিয়ে চলছি, সেটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ধরে রাখতে চাই। তাদের বড় তারকাদের আনেনি কিন্ত আমরা তাদের সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি না। তারা সবাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। তো তাদের হারাতে হলে আপনাকে শতভাগ দিতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কাইরন পোলার্ড ইনজুরির কারণে আসতে পারেননি। তার বদলে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিবেন নিকোলাস পুরান। এমনিতেই বড় তারকাদের পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তার উপর আবার মরার উপর খাড়া ঘা হয়ে এসেছে করোনা। পাকিস্তান সফররত তিনজন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন ফলে এখন তাদের ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ