নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-ইংল্যান্ড, ১ম টেস্ট ৪র্থ দিন
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
টস : ইংল্যান্ড
ইংল্যান্ড ১ম ইনিংস : ১০৫.৫ ওভারে ২৯৩। বাংলাদেশ ১ম ইনিংস : ৮৬ ওভারে ২৪৮ (তামীম ৭৮, ইমরুল ২১, মাহমুদুল্লাহ ৩৮, মুশফিক ৪৮, সাকিব ৩১, সাব্বির ১৯, তাইজুল ১১; রশিদ ২/৫৮, মঈন ৩/৭৫, স্টোকস ৪/২৬)
ইংল্যান্ড ২য় ইনিংস : ৩য় দিন শেষে ৭৬ ওভারে ২২৮/৮ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭; সাকিব ৫/৫৪)
রান বল ৪ ৬
ওকস অপরাজিত ১৯ ৪৭ ১ ০
ব্রড রান আউট (মিরাজ) ১০ ২৭ ২ ০
বেটি এলবি ব তাইজুল ৩ ৮ ০ ০
অতিরিক্ত (বা ৩, লেবা ৮, পেন ৫) ১৬
মোট (অলআউট, ৮০.২ ওভার) ২৪০
উইকেট পতন : ১-২৬ (কুক), ২-২৭ (রুট), ৩-২৮ (ডাকেট), ৪-৪৬ (ব্যালান্স), ৫-৬২ (মঈন), ৭-১৯৭ (স্টোকস), ৮-২১৩ (রশিদ), ৯-২৩৩ (ব্রড), ১০-২৪০ (বেটি)
বোলিং : মিরাজ ২০-১-৫৮-১, সাকিব ৩৩-৭-৮৫-৫, তাইজুল ১৫.২-২-৪১-২, রাব্বি ৮-০-২৪-১, মাহমুদুল্লাহ ১-০-৬-০, শফিউল ৩-০-১০-০।
বাংলাদেশ ২য় ইনিংস রান বল ৪ ৬
তামীম ক ব্যালান্স ব মঈন ৯ ৩৩ ০ ০
ইমরুল ক রুট ব রশিদ ৪৩ ৬১ ৬ ০
মুমিনুল এলবি ব বেটি ২৭ ৪৭ ৪ ০
মাহমুদুল্লাহ এলবি ব বেটি ১৭ ৩৬ ০ ০
সাকিব ক বেয়ারস্টো ব মঈন ২৪ ৩৯ ১ ১
মুশফিক ক ব্যালান্স ব বেটি ৩৯ ১২৪ ৩ ০
সাব্বির ব্যাটিং ৫৯ ৯৩ ৩ ২
মিরাজ এলবি ব ব্রড ১ ৯ ০ ০
রাব্বি ক ব্যালান্স ব ব্রড ০ ৩ ০ ০
তাইজুল ব্যাটিং ১১ ২৩ ১ ০
অতিরিক্ত (বা ৯, লেবা ১৩, ও ১) ২৩
মোট (৮ উইকেট, ৭৮ ওভার) ২৫৩
উইকেট পতন : ১-৩৫ (তামীম), ২-৮১ (ইমরুল), ৩-১০৩ (মুমিনুল), ৪-১০৮ (মাহমুদুল্লাহ), ৫-১৪০ (সাকিব), ৬-২২৭ (মুশফিক), ৭-২৩৪ (মিরাজ), ৮-২৩৮ (রাব্বি)
বোলিং : বেটি ১৭-৩-৬৫-৩, মঈন ১৪-২-৬০-২, ওকস ৭-৩-১০-০, রশিদ ১৭-২-৫৫-১, ব্রড ১৩-৪-২৬-২, স্টোকস ১০-২-১৫-০।
(৪র্থ দিন শেষে)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।