ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নরউইচ সিটির বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৭৫ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকেই ডি বক্সের ভেতর ফাউল করা হলে এ পেনাল্টি পায় ম্যানইউ। গোল করার মোক্ষম সুযোগ পেয়ে তা কাজে লাগাতে একটুও ভুল করেননি সিআরসেভেন।
আর ম্যাচটিতে একটি গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের ৯৫ বছর পুরনো নিজস্ব একটি রেকর্ডের মালিক হয়েছেন রোনালদো। সেটি হলো একটি মৌসুমে আলাদা তিনজন কোচের অধীনে গোল করা।
রোনালদো জুভেন্টাস ছেড়ে নতুন মৌসুমে যখন ম্যানইউতে ফেরেন তখন কোচ ছিলেন ওলে গানার সুলশার। তার অধীনে খেলে গোল করেন তিনি। এরপর সুলশারকে বরখাস্ত করে কেয়ারটেকার বা ভারপ্রাপ্ত কোচ করা হয় মাইকেল ক্যারিককে। তার অধীনেও গোলের দেখা পান সিআরসেভেন। আর গতকাল রাতে পেলেন নতুন কোচ রাগনিকের অধীনে গোল। মানে একটি মৌসুমে তিনজন কোচের অধীনে খেলে সবাইকেই গোল উপহার দিয়েছেন তিনি।
ম্যানইউর ইতিহাসে এমন ঘটনা ঘটেছিল প্রথমবার ১৯২৬-২৭ মৌসুমে। সেবার ক্লাবটির দুইজন খেলোয়াড় জেমস হ্যানসন ও জো স্পেন্স আলাদা তিনজন কোচের অধীনে গোলের দেখা পেয়েছিলেন। এবার তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনজন কোচের অধীনে গোলের দেখা পেলেন রোনালদো। সঙ্গে মনে করিয়ে দিলেন দীর্ঘ ৯৫ বছর আগের কথা!