Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদো জেতালেন ম্যানইউকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১:৪৮ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটির বিপক্ষে তাদের ঘরের মাঠ ক্যারো রোডে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৫ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত তার এই এক গোলই রেড ডেভিলদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। এ জয়ে ১৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে উঠে এসেছে ম্যানইউ। 
 
রোনালদোকে নরউইচের ম্যাক্স অ্যারন গোলবারের সামনে টান দিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নরউইচের গোলরক্ষককে বোকা বানিয়ে সহজেই বল জালে জড়ান সিআরসেভেন। 
 
তবে ম্যাচটিতে ম্যানইউর পারফরমেন্স খুব বেশি সন্তোষজনক ছিল না। টেবিলের সবচেয়ে তলানিতে থাকা নরউইচ অনেকবার আক্রমণে যায়। রেড ডেভিলদের গোলরক্ষক ডেভিড ডি গিয়া পাঁচটি দুর্দান্ত সেভ করে দলকে ড্র বা হারের মুখ থেকে বাঁচিয়ে দেন। ফলে এই জয়টিতে ডি গিয়ার অবদানও সবচেয়ে বেশি বলা যায়।
 
এদিকে আজকের ম্যাচটিসহ ম্যানইউর বিপক্ষে টানা চারটি ম্যাচে হেরেছে নরউইচ। এরমাধ্যমে ১৯৯৪ সালের পর এবারই প্রথমবার ডেভিলদের বিপক্ষে টানা চারটি ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে তাদের।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ