বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উত্তর জনপদের প্রাচীন নদী করতোয়া অব্যাহত দখল দূষণের কারণে মৃত প্রায়। করতোয়া নদী দখল, দূষণ মুক্তকরণসহ করতোয়া নদীর স্রোতপ্রবাহ ফিরিয়ে আনতে গতকাল শনিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), এবং বেলা নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে এ মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাখালি থেকে শুরু করে বগুড়ার শিবগঞ্জের গুজিয়া, মহাস্থান ব্রীজ, মাটিডালী, কালিবালা লোহার ব্রীজ, সাতমাথা, এসপি ব্রীজ, বেজোড়া ব্রীজ, শাহজাহান পুরের মাঝিড়া, শেরপুরের গাড়ীদহ এবং শেরপুর পর্যন্ত করতোয়া নদীর ১২৩ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাপা বগুড়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলালের সভাপতিত্বে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু, বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা, রাকসুর সাবেক ভিপি হায়দার আলী, বেন অষ্ট্রেলিয়ার আহবায়ক কামরুল আহসান, তিস্তা নদী দখল মুক্তকরণ পরিষদ সভাপতি ফরিদ উদ্দীন, বাপা বগুড়া শাখার সহ- সভাপতি এ্যাড. মোজামেমল হক, প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত, সাধারন সম্পাদক জিয়াউর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন লাইট হাউস এর নির্বাহী প্রধান হারুন-অর-রশীদ, বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হেফাজত আরা মিরা, সাবেক কাউন্সিলর হাসনা খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সংস্কৃতিজন নিভা রানী সরকার পূর্ণিমা। এছাড়াও উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাপা বগুড়া শাখার কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক এম ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক আহসান হাবিব তালুকদার,ব্যাংকার দিলবর রহমান বাদশা, ফরিদুজ্জামান,সুজন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, বিট মডেল স্কুল এ্যন্ড কলেজের শিক্ষার্থীরা, আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন তীরের সদস্যরাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন বাপা বগুড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাববী ডলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।