মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া অনেক মূল্যবান হাত ঘড়ি উদ্ধার হয়েছে ভারতের আসাম রাজ্যে। আর ঘড়ি উদ্ধারের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন।
দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে আসামের শিবসাগর জেলার এক ব্যক্তির কাছ থেকে ম্যারাডোনার চুরি যাওয়া হুবোল্ট ঘড়িটি উদ্ধার করেছে আসাম পুলিশ। এ ঘটনায় শিবসাগর জেলা থেকে ওয়াজিদ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে পুলিশের তদন্ত।
এক টুইটে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আসাম পুলিশ দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার ওই হুবোল্ট ঘড়িটি উদ্ধার করে। ঘড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওয়াজিদ হোসেন নামে একজনকে।’
আসামের ডিজি ভাস্কর জ্যোতি মহন্ত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘ম্যারাডোনা-দুবাই-আসামের মধ্যে এখন মিল হল ম্যারাডোনার হুবোল্ট ঘড়ি। আন্তর্জাতিক সহযোাগিতায় বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ।’
আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুবোল্ট ঘড়িটি দিয়েগো ম্যারাডোনার। এটি দুবাইয়ের একটি লকারে জমা ছিল। সঙ্গে ছিল ফুটবলারের আরও অন্যান্য সামগ্রীও। ম্যারাডোনার ওই বহুমূল্য ঘড়িটি চুরি করে অভিযুক্ত আসামে চলে আসে।
গতকাল শনিবার ভোর রাত ৪টার দিকে ওয়াজিদ হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ডিজি ভাস্কর জ্যোতি মহন্ত আরও বলেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার মাধ্যমে আসাম পুলিশকে ওই ঘড়িটির খবর দেয় দুবাই পুলিশ। জানানো হয়, লিমিটেড এডিশনের ওই হুবোল্ট ঘড়িটি আসলে ম্যারাডোনার। তার পরই শিবসাগর থেকে ওয়াজিদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ঘড়িটি উদ্ধার করা হয়েছে। সূত্র : এনডিটিভি, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।