Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে ছোট, দাম বেশি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

কখনও কি শুনেছেন একটি রিভলভারের ওজন মাত্র ২০ গ্রাম? জ্বি না, এটি কোনও খেলনা রিভলভার নয়। এই রিভলভার থেকে বের হওয়া গুলিতে মৃত্যুও হতে পারে। সবচেয়ে ছোট এমনই রিভলভার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সুইজারল্যান্ডের একটি সংস্থা।
দুই হাতের যে কোনো একটির তালুতে সহজেই এই রিভলভারটি লুকিয়ে রাখা যায়। রিভলভারের নাম সি১এসটি। সাড়ে ৫ সেন্টিমিটার লম্বা এবং ১ সেন্টিমিটার চওড়া রিভলভারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া পাঁচ লাখ টাকা।

রিভলভারটির আকার এতই ছোট যে কোনও জায়গায় সহজে লুকিয়ে নিয়ে যাওয়া যায়। এই কারণের জন্যই ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রিভলভার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ঘড়ি এবং গয়না বানাতে সুইজারল্যান্ড যে প্রযুক্তি ব্যবহার করে, সেই প্রযুক্তি ব্যবহার করেই এই রিভলভার বানানো হয়েছে। তার সঙ্গে বন্দুক তৈরির প্রযুক্তিকেও ব্যবহার করা হয়েছে।
রিভলভারের ক্ষমতা ১ জুলেরও কম। তাই এর গুলিতে মৃত্যুর আশঙ্কা কম। তবে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে, এমনই দাবি প্রস্তুতকারী সংস্থার। গিনেস রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে ছোট বন্দুক। সূত্র : বিজনেস ইনসাইডার, রেডিট ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ