Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিতব্যয়ী হচ্ছে বিওএ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

দেশের ক্রীড়া উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। গতকাল গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের অনুষ্ঠিত হয় এই এজিএম। সভায় বিগত বছরের আর্থিক বিষয়াদিও পাশ হয়। আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম এজিএমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। ঘরোয়া ক্রীড়াঙ্গনের সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সম্ভাবনা-সংকটও তুলে ধরেন। সেই সঙ্গে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ও যুব গেমসে প্রটোকল, জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থ ব্যয় কমানো এবং খেলার পেছনে বেশি ব্যয় কাম্য। বিওএ’র যুব গেমস আয়োজনের প্রশংসা করেন তিনি। এই গেমস আয়োজনের পাশাপাশি বিওএর পক্ষ থেকে প্রতিভা অন্বেষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান মইনুল ইসলাম। আগামী তিনটি অলিম্পিকের জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। কোচ, মনোবিদ, চিকিৎসকসহ প্রয়োজনীয় সকল ব্যক্তিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এনে মাসিক সম্মানী দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। এছাড়া সাউথ এশিয়ান (এসএ), এশিয়ান ও কমনওয়েলথসহ প্রতিটি আন্তর্জাতিক গেমসে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণসহ তার গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
বান্দরবান চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার : চতুর্থ জাতীয় জুজুৎসু কারাতে প্রতিযোগিতায় সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান। রানার্সআপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। গতকাল বিকালে শহীদ(ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি। এ সময় জুজুৎসু অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নাদিয়া আহসান, ইতালিয়ান সমাজ সেবক লুপি ও সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম নিউটন উপস্থিত ছিলেন। জুনিয়র বালক-বালিকা ১০-১৩ বছর, জুনিয়র বালক-বালিকা এবং সিনিয়র মিলিয়ে তিন বিভাগে ২৫ ক্যাটাগোরীতে ৩২টি দলের তিনশতাধিক খেলোয়াড় অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ