Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেঁড়া জাল দিয়ে বেরিয়ে গেল বল, রেফারি দিলেন গোল কিক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

পেনাল্টি থেকে খেলোয়াড় গোল করলেন, জোরাল শট ছেঁড়া জাল দিয়ে বল চলে গেল বাইরে। কিন্তু গোলের নয় রেফারি কিনা বাঁজালেন গোল কিকের বাঁশি! এর প্রতিবাদ জানাতে গিয়ে একজন দেখলেন লাল কার্ড। ক্রীড়া বিচারক ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছেন।
অদ্ভুতুড়ে ঘটনার ওই ম্যাচে দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারায় শাস্তি পেয়েছেন রেফারি। গত রোববার প্রোমোজিওনে (ইতালীয় ষষ্ঠ বিভাগ) লিগের ভিগোলো মার্চেসে ও ফুতুরো ফোর্নোভো মেদেসানোর ম্যাচে ঘটনাটি ঘটে। রেফারি তার ভুল স্বীকার করে নেওয়ার পর ক্রীড়া বিচারক শুক্রবার ম্যাচটি পুনরায় আয়োজনের আদেশ দেন। তবে রেফারিকে হুমকি দেওয়ার কারণে লাল কার্ড দেখা পিয়েরলুইজি আর্কারিকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।
ওই ম্যাচের এক পর্যায়ে পেনাল্টি পায় ভিগোলো। স্পট কিক থেকে গোলও করেন আর্কারি। কিন্তু বিপত্তি বাঁধে বলটি ছেঁড়া জাল দিয়ে বেরিয়ে যাওয়ায়। রেফারির ধারণা হয়, শট লক্ষ্য ছিল না। তিনি বাজিয়ে দেন গোল কিকের বাঁশি। এতে ক্ষিপ্ত হয়ে রেফারির সঙ্গে বাকবিতন্ডায় জড়ান আর্কারি। তাকে দেখানো হয় লাল কার্ড। এরপর দশ জনের দল নিয়ে ম্যাচটি ২-১ গোলে হেরে যায় ভিগোলো। যদিও ভিডিওতে পরে স্পষ্টভাবে দেখা যায় যে, বলটি গোল লাইন পেরিয়ে জালে প্রবেশ করেছিল এবং একটি ছেঁড়া জায়গা দিয়ে বেরিয়ে গিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ