Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন টুর্নামেন্ট আনছে ফিফা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

বেশি লাভ পেতে ও ফুটবলের উন্মাদনা আরো বাড়াতে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা। কিন্তু তাতেবাঁধ সেধেছে উয়েফা ও কনমেবল। তারা জানিয়েছে কোনভাবেই দুই বছর পরপর বিশ্বকাপ হতে দেয়া হবে না। কারণ এতে করে খেলোয়াড়দের উপর চাপ পড়বে। ঘরোয়া ফুটবলের সিডিউল ভেঙে পড়বে এমনকি তাদের নিজস্ব প্রতিযোগিতা যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টগুলো হুমকির মুখে পড়বে। তাই কোনভাবেই ফিফার দুই বছরের বিশ্বকাপ নীতিকে সায় দেবে না তারা।
ফিফাও বুঝতে পেরেছে এই পরিকল্পনায় সায় পাবে না তারা। কিন্তু লাভের কথা চিন্তা করে হাল ছেড়ে দিতে চায় না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ভেস্তে গেলে তারা ফিফা নেশন্স লিগ আয়োজন করতে চায়। যেটি হবে উয়েফা নেশন্স লিগের আদলে। উয়েফা ইউরোর পাশাপাশি নেশন্স লিগ আয়োজন করেও বেশ সাফল্য পেয়েছে। এখন ফিফাও এটি কাজে লাগাতে চায়। ফিফা অবশ্য লাভের পাশাপাশি বৈশ্বিক আরো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করতে চায়। কারণ এতে করে বিশ্বব্যাপী আন্তর্জাতিক ফুটবলের উন্মাদনা আরো বাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ