Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-নেপাল দু’দলই চায় জিততে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশসহ পাঁচ দেশকে নিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। এর আগে বিকাল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটান লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।
প্রথম ম্যাচে নেপালকে হারাতে চায় বাংলাদেশ। অতিথি দল নেপালেরও অভিন্ন লক্ষ্য। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ ও নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক এবং কোচ। এদিন দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘বিগত দিনে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা ভালো ফুটবল খেলে দর্শকদের আনন্দ দিতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই।’
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই তার শিষ্যরা লড়বে বলে জানান স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন। তার কথায়, ‘মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে। আমার বিশ্বাস তারা পারবে সেরার খেতাব জিততে। আর তা অর্জন করতে হলে নেপালের বিপক্ষে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করা প্রয়োজন। দলের শক্তি অনুযায়ী আমি আশাবাদি মেয়েরা নেপালকে হারিয়েই শুরু করবে।’ নেপালের কোচ হারি ওম শ্রেষ্ঠার চোখও শিরোপায়, ‘আমরা এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি। সেভাবেই খেলতে চাই।’ অধিনায়ক অঞ্জনা রানা মাগার বলেন, ‘সাফের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিয়েই এসেছি আমরা। স্বপ্নপূরণে বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করতে চাই। আশা করছি সতীর্থরা মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে ম্যাচ জিততে চেস্টা করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ