Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক মাধ্যমে মিথ্যার হাত ধরে ছড়াচ্ছে ঘৃণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও ঘৃণার তীব্র নিন্দার পাশাপাশি স্বাধীনতার আকুতি জানালেন নোবেল শান্তি পুরস্কারজয়ী দুই সাংবাদিক। শুক্রবার নরওয়ের অসলোয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন দুই কৃতী সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। এ সময় তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাঁদের নিপীড়িত, নির্বাসিত ও নিহত সহকর্মীদের। মারিয়া রেসা তার আনুষ্ঠানিক বক্তব্যে যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিষের বন্যা’ বইয়ে দেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের বৈশ্বিক তথ্যব্যবস্থা নিয়ন্ত্রণকারী আমেরিকান কোম্পানিগুলো বস্তুনিষ্ঠতার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট, সাংবাদিকদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। তাদের কাঠামোটাই এমন যে তারা আমাদের বিভক্ত করছে এবং মৌলবাদী করে তুলছে।’ ফেসবুক সম্পর্কে মারিয়ার মন্তব্য, ‘ফেসবুক বিশ্বের সর্ববৃহৎ সংবাদ বিতরণকারী। তার পরও গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ছড়ানোর পরিবর্তে মিথ্যার হাত ধরে দ্রæত বেশি করে ছড়িয়ে পড়ছে ক্রোধ আর ঘৃণা।’ পরিবর্তনকামী এই নারী সাংবাদিক বলেন, ‘সেই ঘৃণা আর সহিসংতা, সেই বিষ, যা আমাদের মধ্যে ঢুকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, আমাদের ভয়, ক্রোধ আর ঘৃণাকে ভেতর থেকে তুলে আনছে আর বিশ্বজুড়ে স্বৈরাচারীদের উত্থান ত্বরান্বিত করছে। এসব বিষাক্ত উপাদানকে পাল্টে দেওয়াটাই আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন।’ মারিয়ার সঙ্গে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়া রুশ সাংবাদিক সাহসিকতার জন্য প্রশংসিত দিমিত্রি মুরাতভ জানিয়েছেন এক বিশেষ আকুতি, তবে তা নিজের জন্য নয়, বরং বিশ্বের সব সংবাদকর্মীর জন্যই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় প্রাণনাশের হুমকির মুখে থাকা সতীর্থদের জন্য তার চাওয়া পরমায়ু। নোবেলপ্রাইজ ডট ওআরজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ