Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্য বৃদ্ধির হার ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মার্কিন ভোক্তাদের জন্য মূল্য বৃদ্ধির বার্ষিক হার ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রæত গতিতে বেড়েছে। ব্যুরো অব লেবার স্টাটিসটিকস-এর সর্বশেষ হিসেবে দেখা গেছে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এই বছরের নভেম্বর পর্যন্ত বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। পেট্রোলের মূল্য বেড়েছে ৬.১ শতাংশ। এদিকে ব্যবহৃত গাড়ি, বাড়ি ভাড়া এবং খাবারের দামও বেড়েছে। তবে মাসিক মূল্য বৃদ্ধির হার অক্টোবরের (০.৯ শতাংশ) তুলনায় নভেম্বরে (০.৮ শতাংশ) সামান্য কমেছে। প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক এজেন্ডার ওপর চাপ ফেলছে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি। তিনি এক লাখ ৯০ হাজার কোটি ডলারের সামাজিক ব্যয় বিল পাসের চেষ্টায় রয়েছেন। বৃহস্পতিবার মূল্য হার বৃদ্ধির চাপকে খাটো করে দেখাতে চেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, এই পরিসংখ্যানে জ্বালানি ও ব্যবহৃত গাড়ির মূল্য কমার প্রবণতা প্রতিফলিত হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হয়ে উঠতে পারে মুদ্রাস্ফীতি। কারণ এটা সরাসরি সাধারণ ভোটারদের ওপর প্রভাব ফেলে। আবার অনেক অর্থনীতিবিদ বলছেন, করোনা মহামারির প্রভাব থেকে উত্তরণে বাইডেন যে সহায়তা কর্মসূচি ঘোষণা করেছেন তার কারণেই মুদ্রস্ফীতি বেড়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ