মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের জব্দ ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে সম্মত হয়েছে দাতারা। বিশ্ব ব্যাংক জানিয়েছে, এই বিপুল অর্থ আফগানিস্তানে জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য সেবায় স্থানান্তরের প্রস্তুতি চলছে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড থেকে ছাড় হতে যাওয়া এই অর্থ জাতিসংঘের দুই সংস্থা ডবিøউএফপি এবং ইউনিসেফে স্থানান্তর করা হবে। এক কোটি মার্কিন ডলার ইউনিসেফ এবং ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ডবিøউএফপি পাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় বসার পর এই অর্থ জব্দ করে আন্তর্জাতিক দাতারা। গত আগস্টে অর্থ জব্দ করায় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। দেশটির চলমান দুর্ভিক্ষ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগানিস্তানের জনগণের অর্ধেকের বেশিক্ষুধার হুমকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবিøউএফপি)। দেশটির ৩০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ আফগানিস্তানের এক হাজার কোটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে রাখতেই পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। গত আগস্টে তালেবান কাবুল দখল করে আশরাফ গণি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসায় সহায়হতা বন্ধ করে দেয় বিশ্বের অনেক দেশ। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।