বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরের মনিরামপুরের পাঁচ সূর্যসন্তান শহীদ আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
দিবসটি উপলক্ষে রোববার সকালে শহীদদের সমাধিস্থল মনিরামপুরের চিনাটোলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়। এ সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম শামীমুল হক, যশোর জেলা কমিটির সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদের জেলা ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
পরে সেখানে শহীদ স্মৃতিরক্ষা কমিটির অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। সকাল সাড়ে ১০টায় কৃষক সংগ্রাম সমিতি মনিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে চিনাটোলা বাজারে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরিতোষ দেবনাথের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির বিদ্যুৎ সরকার ও জাতীয় ছাত্রদল যশোর জেলা আহŸায়ক বিশ্বজিৎ বিশ্বাস। এদিকে, বিকালে জাতীয় ছাত্রদল জেলা কমিটির উদ্যোগে যশোর শহরের ভৈরব চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।