Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর মণিরামপুরে দোকানে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়ার অভিযোগ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৬:৩৬ পিএম

যশোরের মণিরামপুরের ঘুঘুরাইল ড়ুামে পেট্রোল ঢেলে মুহিদুল ইসলাম নামে এক ব্যাক্তির চায়ের দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নির্দিষ্ট নয়। এ ঘটনায় শনিবার (১১ ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত দোকানি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মহিদুল ইসলাম বলেন, বাড়ির সাথে আমার দোকান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি আসি। রাতে খাবারের পরে ঘুমিয়ে পড়ি। এরপর রাত দেড়টার দিকে বাড়ির পাশের লোকজন আমাকে জাগিয়ে তোলেন। উঠে দেখি আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরো বলেন, আমি বাড়ি যাবার পরে কেউ পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দেছে। আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এসে আগুন নেভান। তেমন কোনো শত্রু নেই। কয়েক দিন আগে ইউনিয়নে ভোট হয়েছিলো। আমার চাচাতো ভাই ইউনুস আলী ভোট করে হেরে গেছিলেন। ভাই হিসেবে তার ভোট করেছিলাম। তাতে কেউ শত্রুতা করতে পারেন।
মণিরামপুর থানার ডিউটি অফিসার সেকেন্দার হোসেন বলেন, এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি। দোকানদার সুনির্দিষ্ট করে কারো নাম বলতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোকান পুড়িয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ