Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পোখরানে নতুন পিনাকা রকেট পরীক্ষা ভারতের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৬:০২ পিএম

পোখরানে নতুন পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল ভারত। গত ৩ দিন ধরে এই পরীক্ষা চালিয়েছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। শনিবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। বিভিন্ন দূরত্বে পিনাকা রকেটগুলি নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ট্রায়ালেই লক্ষ্যভেদ সফল। বিভিন্ন মাত্রার ২৪টি রকেট ছোঁড়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এর মধ্যে অধিকাংশই ছিল নতুন করে বর্ধিত পরিসীমার রকেটের পরীক্ষা। এই সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে নিক্ষেপ করা যায় ৭২টি রকেট।

কী বিশেষত্ব এই রকেটের? শত্রু শিবিরে হামলার পাশাপাশি বিভিন্ন গাড়িতে আক্রমণ করে লক্ষ্যভেদে অবর্থ্য হতে পারে এই রকেটগুলি। এই ধরনের রকেট অবশ্য নতুন নয়। বহু দিন ধরেই পিনাকা ভারতীয় সেনাবাহিনীর বড় ভরসা। গত একদশক ধরে নিয়মিত ব্যবহৃত হচ্ছে এই রকেট। গত বছরের মে মাস থেকে লাদাখে চীনা আগ্রাসন শুরু হওয়ার পর তাদের মোকাবিলা করতে এই রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করা হয়েছিল।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটিকেও বদলানো দরকার হয়ে পড়েছিল। এবার তাই নানা পরিবর্তন করে নতুন পিনাকা-ইআর প্রস্তুত করেছে ডিআরডিও। সেগুলিই পরীক্ষা করে দেখা হল। এবং সেই পরীক্ষাও সফল। দেখা গিয়েছে, আগে পিনাকা রকেট ৪৫ কিমি দূরে লক্ষ্যভেদে সফল ছিল। কিন্তু এই নতুন পিনাকা রকেট অব্যর্থ আঘাত হানতে পারে ৭০ কিমি দূরেও। উল্লেখ্য, ডিআরডিও ছাড়াও আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট পুণে এবং হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এই রকেট লঞ্চার সিস্টেম নির্মাণের সঙ্গে যুক্ত। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ