Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া একটি দামী হাতঘড়ি ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে। হোসেন ওয়াজেদ নামে একজন ব্যক্তি ঘড়িটি দুবাইয়ের একটি সংগ্রহকারী প্রতিষ্ঠান থেকে চুরি করে ভারতে পালিয়ে চলে আসেন। তিনি সেই প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। চুরি যাওয়া দামী ঘড়িটি উদ্ধার করতে ভারতের পুলিশের সাহায্য চায় দুবাই পুলিশ। এরপরই তাকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। 
 
বিষয়টি নিশ্চিত করেছেস আসামের মুখ্যমন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা।  তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘আন্তর্জাতিক সাহায্য নিয়ে আসাম ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার হাবলট ব্র্যান্ডের ঘড়িটি উদ্ধার করে। এই ঘটনায় ওয়াজিদ নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’
 
জানা গেছে হাবলট ব্র্যান্ডের এ ঘড়িটির মূল্য বাংলাদেশী মূদ্রায় ২৩ লাখ টাকা। তবে ঘড়িটি শুধু দাম নয়, এটির সঙ্গে জড়িয়ে আছে প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনার স্মৃতি। আর তাই তো দুবাই পুলিশ ঘড়িটি উদ্ধারের জন্য এত কিছু করল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ