বেশি লাভ পেতে ও ফুটবলের উন্মাদনা আরো বাড়াতে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা। কিন্তু উয়েফা ও কনমেবল বাঁধ সেধে বসে আছে। তারা জানিয়েছে কোনভাবেই দুই বছর পরপর বিশ্বকাপ হতে দেয়া হবে না। কারণ এতে করে খেলোয়াড়দের উপর চাপ পরবে। ঘরোয়া ফুটবলের সিডিউল ভেঙে পরবে এমনকি তাদের নিজস্ব প্রতিযোগিতা যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টগুলো হুমকির মুখে পরবে। তাই কোনভাবেই ফিফার দুই বছরের বিশ্বকাপ নীতিকে সায় দেবে না তারা।
ফিফাও বুঝতে পেরেছে এই পরিকল্পনায় সায় পাবে না তারা। কিন্তু লাভের কথা চিন্তা করে হাল ছেড়ে দিতে চায় না ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ভেস্তে গেলে তারা ফিফা নেশন্স লিগ আয়োজন করতে চায়। যেটি হবে উয়েফা নেশন্স লিগের আদলে। উয়েফা ইউরোর পাশাপাশি নেশন্স লিগ আয়োজন করেও বেশ সাফল্য পেয়েছে। এখন ফিফাও এটি কাজে লাগাতে চায়।
ফিফা অবশ্য লাভের পাশাপাশি বৈশ্বিক আরো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করতে চায়। কারণ এতে করে বিশ্বব্যাপী আন্তর্জাতিক ফুটবলের উন্মাদনা আরো বাড়বে।