Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলিকে সরিয়ে দেয়ার পেছনে কলকাঠি নেড়েছেন রোহিত শর্মা, বেরিয়েছে খবর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১১:০৮ পিএম | আপডেট : ১১:০৯ পিএম, ১০ ডিসেম্বর, ২০২১
বিরাট কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে হঠাৎ করে সরিয়ে দেয়ায় বেশ সমালোচনার মুখে পরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও বোর্ডটির নির্বাচকরা। কোহলিকে প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়নি, এ অভিযোগে বিসিসিআই ও নির্বাচকদের রীতিমতো ধুয়ে দিচ্ছেন তার সমর্থকরা। 
 
তবে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে স্বেচ্ছায় টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়ার জন্য বোর্ডকে চাপ দিয়েছেন গতকাল দায়িত্ব পাওয়া নতুন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকবাজ জানিয়েছেন কোহলি টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার পর যখন রোহিতকে দায়িত্ব দেয়া হয় তখন তিনি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, যদি তাকে দায়িত্ব দেয়া হয় তাহলে সাদা বলের দুই ফরমেটেই দায়িত্ব দিতে হবে। শুধুমাত্র একটি ফরমেটে তিনি অধিনায়কত্ব করবেন না। 
 
জানা গেছে রোহিতের ইচ্ছা অনুযায়ীই তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরমেটেই অধিনায়ক করা হয়েছে। 
 
যদিও গতকাল ক্রিকইনফোর সঙ্গে দেয়া এক সাক্ষাতকারে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন যে বোর্ড ও নির্বাচকরা এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি তার বক্তব্যে বলেছিলেন, ‘এই সিদ্ধান্তটি বোর্ড ও নির্বাচকরা মিলে নিয়েছে। আসলে আমাদের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু সে শোনেনি। তখন নির্বাচকরা মনে করল সাদা বলের ক্রিকেটে দুইজন আলাদা অধিনায়ক থাকাটা ঠিক হবে না।’
 
এখন জানা গেল কোহলির কাছ থেকে জোর করে অধিনায়কত্ব নিয়ে নেয়ার ব্যপারে কলকাঠি নেড়েছেন রোহিত শর্মাও। তবে কোহলি যদি টি-টোয়েন্টির দায়িত্ব না ছাড়তে তার কিছুই হতো না!


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ