মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ সাধারণ পরিষদ গোলান মালভূমির ওপর সিরিয়ার মালিকানার প্রশ্নে আরো একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪৯ দেশ আর বিপক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা। প্রস্তাবের বিষয়ে ভোট দেয়া থেকে বিরত ছিল ২৩টি দেশ।
গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইল যে আইনগত অধিকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে তা এই প্রস্তাবের মাধ্যমে বিশ্ব সংস্থাটি সরাসরি নাকচ করে দিল। প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইলকে গোলান মালভূমিতে দখলদার শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির কিছু অংশ দখল করে নিয়েছিল এবং পরে তা নিজের অংশ হিসেবে একীভূত করে নেয়ার ঘোষণা দেয়। কিন্তু বিশ্বের কোনো দেশ এই ঘোষণাকে স্বীকৃতি দেয় নি। ১৯৮১ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ৪৯৭ নম্বর প্রস্তাব পাস হয় যাতে গোলান মালভূমির উপর ইসরাইলের কর্তৃত্বকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল।
গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, সিরিয়ার গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইল কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যাচ্ছে যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য এবং এর নগরায়ন, জনসংখ্যা বা আইনগত মর্যাদার দিক দিয়ে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।