Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হচ্ছে প্রাচ্য পলাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাউট ভায়োলেন্স

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মাণ করছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাউট ভায়োলেন্স’ বা ‘সন্দেহ আতঙ্ক’। এটি চিত্রায়িত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন লোকেশনে। বিষয়-বৈচিত্র্যপূর্ণ গল্পের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূল থিম হচ্ছেÑ সন্দেহপ্রবণ সমাজবদ্ধ জীবনাচার ব্যাধি নয়, আতঙ্কস্বরূপ। সন্দেহ আতঙ্ক রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিজীবন পর্যন্ত বিস্তৃত। সন্দেহ প্রবণতা আমাদের দৈনন্দিন জীবন থেকে পারস্পরিক সৌহার্দ্য, স¤প্রীতি, শান্তি ও বিশ্বাস ধ্বংস করে ক্রমশঃ বাঙালির মন ও মননকে ভয়াবহ বিষাক্ত করে তুলছে। এই অবস্থা অব্যাহত থাকলে সামাজিক ভারসাম্য অক্ষুণœ থাকা অসম্ভব হবে। দেখা দেবে এক ভয়াবহ অসামাজিক যুদ্ধ। প্রায় ৩০ মিনিট দীর্ঘ এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিকোয়েন্স সংখ্যা ২২টি। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ নির্মাতা প্রাচ্য পলাশ নিজেই রচনা করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান প্রাকৃত’র ব্যানারে নির্মাণাধীন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শায়না শৈলী, জিত, সুজন, কনক রক্সি, সজলসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মিত হচ্ছে প্রাচ্য পলাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাউট ভায়োলেন্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ